ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার সময় বাড়ালো সৌদি সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:০১, ১৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বিদেশি শ্রমিকদের দেশ ত্যাগে আবারও এক মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সৌদি সরকার। শনিবার সময় বাড়ানোর এ ঘোষণা দেয় সৌদি সরকার। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ সাধারণ ক্ষমার চলবে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান ডক্টর মো. নজরুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি এই তথ্য জানান ।

তিনি জানান, এই সময়ের মধ্যে জেল জরিমানা ছাড়া সৌদি আরব ছেড়ে যেতে পারবেন অবৈধ প্রবাসী শ্রমিকরা। যেসব অবৈধ শ্রমিক এই সময়ে মধ্যে সৌদি আরব ত‍্যাগ করে নিজ দেশে ফেরত যাবেন তাদেরকে প্রয়োজনীয় সহায়তা এবং সব রকম দায়মুক্তি দেবে সৌদি সরকার।

সাধারণ ক্ষমার আগের নিয়ম অনুযায়ী রিয়াদস্থ দূতাবাস ও জেদ্দা কনসুলেট থেকে আউট পাস সংগ্রহ করে দেশে যেতে পারবেন অবৈধ শ্রমিকরা।

এ নিয়ে চলতি বছর মোট তিনবার সাধারণ ক্ষমার ঘোষণা দিল সৌদি সরকার। সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি