ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অভিজাত শপিংমলের দোকান থেকে আড়াইশ ভরি সোনা চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৯ জানুয়ারি ২০২৫

সিলেট নগরীর একটি অভিজাত শপিংমলের সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে কোনও এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে মার্কেটের ব্যবসায়ীদের ধারণা। নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানী জুয়েলার্সের শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

জুয়েলারি দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী দাবি করেন, তার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি সোনা চুরি হয়েছে।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে চলে যান মালিক ও কর্মচারীরা। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার বাইরে থেকে তালাবদ্ধ হলেও ভেতরে কোনও স্বর্ণ নেই। চোরেরা স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি সিসিটিভির ডিভিআরও নিয়ে গেছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।

এমবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি