ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

অভিজ্ঞতা বাজারের জিনিস না : মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:১৮, ১৭ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফিতে মাহমুদুউল্লাহর ব্যাটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। শুক্রবার রাতে বাংলাদেশ দলের অবিস্মরণীয় জয়ে ব্যতিক্রমী উচ্ছাস প্রকাশ করেছেন মাশরাফি বিন মর্তুজা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, অভিজ্ঞতা বাজারের জিনিস না। মাশরাফির এই স্ট্যাটাসে আবেগের পাশাপাশি যেন একটু ক্ষোভও ছুঁয়ে আছে। এই মাহমুদুল্লাহকেই দল থেকে ছুড়ে ফেলা হয়েছিল একটা সময়। তাকে দলে ফেরাতে বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেন মাশরাফি। মাশরাফির সেই অনঢ় অবস্থানেই আজ দলে মাহমুদুল্লাহ। টাইগার অধিনায়ক যেন সেটিই মনে করিয়ে দিলেন।

গতকাল শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্যে খেলতে নামে বাংলাদেশ। নাটকীয় সেই ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। ম্যাচের দ্বিতীয় বলে হঠাৎই রানআউট হয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। স্ট্রাইকে থাকার কথা মাহমুদুউল্লাহর। কিন্তু আম্পায়ার তাকে স্ট্রাইকে দেবেন না। এ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান মাহমুদুউল্লাহ আর রুবেলকে উঠে আসতে বললেন। এর উপর পর পর দুই বাউন্সার দিয়ে বসেন বোলার। শেষেরটি তো ছিলো আগের বলের চেয়েও দুই ইঞ্চি উপরে। এরও প্রতিবাদ জানান মাহমুদুল্লাহ। সাকিব বারবার বলছিলেন, মাঠ ছেড়ে আসতে।

অভিজ্ঞ মাহমুদুল্লাহর আত্মবিশ্বাস তখন আরও তুঙ্গে। জয়ের নেশা তাকে পেয়ে বসে। তিনি মাঠ ছাড়লেন না। ইনিংসের তৃতীয় বলে চার মেরে হাতুরে সিংহের শিষ্যদের জবাব দেন। পরের বলে নেন আরও দুটি রান। এবার দুই বলের সমীকরণ ৬ রান। শেষ বল পর্যন্ত অপেক্ষা না করে ছয় মেরে ঐতিহাসিক জয় তুলে নেন মাহমুদুল্লাহ।

টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। আগামী ১৮ মার্চের ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ভারত। কিন্তু রিয়াদ নিজের উপর আস্থা রেখে ম্যাচ শেষ করতে ফের ব্যাটিং করেন। ১ বল হাতে রেখেই ছক্কা মেরে দলেকে এনে দেন সেই কাঙ্ক্ষিত জয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি