অভিনব কায়দা, তরমুজের আদলে গাঁজা বহন
প্রকাশিত : ১৫:৪৪, ১৮ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:৪৮, ১৮ মার্চ ২০২৩
তরমুজের আদলে গাঁজার পোটলা বহন করে নিয়ে যাবার সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ শাখার সদস্যরা।
শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির মামুন মিয়া (৩৫) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার জয়পুর এলাকার মোঃ কবির মিয়ার ছেলে।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বসন্তপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলার রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী লোকাল সততা পরিবহন থেকে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি মামুনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোঃ মনিরুজ্জামান আরও বলেন, অভিনব কায়দায় তরমুজের আদলে ওই গাঁজা বহন
করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজার এই চালানটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া যাচ্ছিলো। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
আরও পড়ুন