ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেতা কলাভবন অবি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২৮, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মালয়ালম অভিনেতা কলাভবন অবি (৪৯) আর নেই। বৃহস্পতিবার কোচিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। তাঁর প্লেটলেট দ্রুত কমতে থাকে। তবে, গত কয়েক মাস ধরে ক্যান্সারেও ভুগছিলেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে অবিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু, তার আগেই অবির মৃত্যু হয়।

অভিনয় তো বটেই, মালয়ালম সিনেমাতে মিমিক্রি শিল্পী হিসেবেও তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। গত শতাব্দীর নয়ের দশক থেকে একটানা কাজ করছেন তিনি। কেরিয়ারে প্রায় ৫০টি সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

সূত্র : দ্য নিউজ মিনিট

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি