ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মারা গেলেন অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাত ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার পল্লীশ্রীর বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। প্রখ্যাত এই অভিনেতা স্ত্রী ও এক মেয়ে রেখে যান।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার সকালে তাঁর মরদেহ প্রথমে একাডেমি অব ফাইন আর্টসে নিযে যাওয়া হয়। সেখানে অনুরাগীদের শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষণ তার মরদেহ রাখা হয়। সেখান থেকে তার দেহ ক্যাওড়াতলা মহাশ্মশানে নিয়ে দাহ করার কথা রয়েছে।

নাটক, টেলিভিশন, সিনেমা— তিনটি মাধ্যমেই চুটিয়ে কাজ করেছিলেন দ্বিজেন। কখনও চুনী-পান্নার পান্না হয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন, কখনও বা ফড়িং, অটোগ্রাফে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম অমিত্রাক্ষর, সমাবর্তন, অভিমুখ, মল্লভূমি, মুষ্টিযোগ।

সূত্র : আনন্দবাজার

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি