ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৩১ অক্টোবর ২০২৪


একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান খান মারা গেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনেটে কলাবাগানের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এসময় তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মাসুদ আলী খানের মৃত্যুর খরর নিশ্চিত করেছেন ভাগনের স্ত্রী শারমিনা আহমেদ।

জানা গেছে, বয়সের ভারে ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না এই অভিনেতা। হুইলচেয়ারই ছিল তার ভরসা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছিল।

মঞ্চে অভিনয় দিয়ে শুরু করেন মাসুদ আলী। এরপর ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় মাসুদ আলী খানের অভিষেক হয়। আর সাদেক খানের ‘নদী ও নারী’ দিয়ে বড় পর্দায় তার পথচলা শুরু। 

পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। তার বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। মা সিতারা খাতুন। মাসুদ আলী খান ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। দুই বছর পর জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন।

১৯৫৫ সালে তাহমিনা খানকে বিয়ে করেন মাসুদ আলী খান। ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। চাকরিজীবনে সরকারের নানা দফতরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি