ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেতা শম্ভু ভট্টাচার্য আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা শম্ভু ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তর কলকাতার একটি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। বাংলা সিনেমা ও নাট্যগজতে খুবই পরিচিত মুখ ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বেশকিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর থেকে বাগবাজারে একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ১৮ জানুয়ারি ভেন্টিলেশনে দেওয়া হয়। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় এই অভিনেতার।

২০০৩ সালে তিনি সর্বশেষ ‘চুড়িওয়ালা’ সিনেমাতে অভিনয় করেছিলেন। তার পর আর অভিনয় জগতে পা রাখেন নি। বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক-নায়িকা সবার সঙ্গেই তিনি অভিনয় করেছেন। ‘সন্ন্যাসী রাজা’, ‘অমানুষ’, ‘চারমূর্তি’, ‘গুপী বাঘা ফিরে এল’ সহ বহু সিনেমাতে তিনি অভিনয় করেছেন। আর শুধুমাত্র সিনেমাতেই নয়, উৎপল দত্তের সঙ্গে বহু নাটকেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

অনেকেই বলতেন তিনি পর্দায় বা মঞ্চে এলে তার আশেপাশের কোনো অভিনেতাকে সেই মুহূর্তে আর খুঁজে পাওয়া যেত না।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি