ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

অভিনেতা সালেহ আহমেদের পাশে প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১২ জানুয়ারি ২০১৯

স্বাধীনতা পদকপ্রাপ্ত নন্দিত অভিনেতা সালেহ আহমেদের পাশে দাঁড়ালেন শিল্পী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকার অনুদান প্রদান করেছেন তিনি।

দীর্ঘ কয়েকবছর ধরেই অসুস্থ আছেন সালেহ আহমেদ। অর্থ সংকটে, অবহেলা অনাদরেই দিন কাটছিল তার। প্রায় সাত বছর আগে ব্রেন স্ট্রোক করেন অভিনেতা। পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাত সমস্যাও রয়েছে। যে কারণে তিনি স্পষ্টভাবে কথাও বলতে পারেন না। এমনকি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেন না। আর এ জন্য অভিনয় থেকে একেবারেই দূরে সরে ছিলেন তিনি।

২০১৬ সালের দিকে বেশ কিছু গণমাধ্যমের খবরে প্রকাশ হয় একসময়ের দাপুটে অভিনেতা সালেহ আহমেদ রাজধানীর উত্তরখানের নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় নীরবে-নিভৃতে দিন পার করছেন। তারপর থেকেই নাট্যাঙ্গনের অনেকের টনক নড়ে।
অনেকেই দাবি করছিলেন সালেহ আহমেদের চিকিৎসার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হোক। এরপর সম্প্রতি অভিনয় শিল্পী সংঘ উদ্যোগ নেয় সালেহ আহমেদের জন্য। অবশেষে সাড়া দিয়ে এই অভিনেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার সালেহ আহমেদের পরিবার ও অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের হাতে
এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি