ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

অভিনয় থেকে শিক্ষকতায় অপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:২১, ১ নভেম্বর ২০১৮

অভিনেত্রী অপি করিম। এই পরিচয়ের বাইরে তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি একজন শিক্ষক। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পুরোদস্তুর শিক্ষকতা করছেন তিনি। ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করা দাপুটে এই অভিনেত্রী মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র, এমনকি নাচ, সবক্ষেত্রেই নিজের প্রতিভা ছড়িয়েছেন।

অপি আগের মতো অভিনয়ের সঙ্গে নেই। তবে এই পেশাটি পুরোপুরি ছেড়ে দেওয়ার ইচ্ছা নেই তার। শিক্ষকতার পাশাপাশি অভিনয়টাও ধীরেসুস্থে চালিয়ে যেতে চান তিনি। আর সে জন্যই বেছে বেছে কাজ করছেন তিনি।

এ বিষয়ে অপি বলেন, ‘আমাকে নিয়ে বিনোদন অঙ্গনে একটা কথা প্রচলিত আছে- আমি নাকি শীতের পাখি। শীতের সময় আমাদের দেশে অতিথি পাখিরা যেমন একটা নির্দিষ্ট সময় আসে, এরপর চলে যায়। আমিও ঠিক বিশেষ বিশেষ দিবসে আসি, এরপর চলে যাই। ভেবে দেখলাম, এটা সত্যি। আমার ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি ধারাবাহিক নাটক ছাড়া বেশিরভাগ সময়ে আমি কাজ করেছি বিশেষ দিবসের নাটকে। বছরের অন্য সময়গুলোতে কাজ করা হয়নি।’

এদিকে টিভি নাটকে অভিনয় না করলেও মঞ্চের সঙ্গে যুক্ত আছেন অপি। সম্প্রতি নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ওপেন কাপল’ ও ‘গ্যালিলিও’ নাটকের সেট ডিজাইন করেছেন তিনি। সম্প্রতি তিনি নাট্যম রেপার্টরির নতুন নাটক ‘ডিয়ার লায়ার’-এ অভিনয়

তবে সব কিছুর বাইরে শিক্ষকতা বেশ উপভোগ করছেন অভিনেত্রী।

অপি বলেন, ‘স্থাপত্য শিক্ষার জায়গাটা পুরোপুরি আমারই জায়গা। নিজেকে একজন স্থপতি হিসেবে দেখব সে স্বপ্নটা ছোটবেলা থেকেই ছিল। শিক্ষক হওয়ার স্বপ্নটাও দেখেছি তখন থেকেই। সেই ২০০৫ সাল থেকে শিক্ষকতা করি। অনেকেই বলেন আমি রাগী শিক্ষক। আসলে আমি আমার খালাতো বোনদের পড়ানোর সময় যেমন বকা দিই, ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও বকা দিই, রাগ করি। কারণ ছাত্রদেরও আমার আপন মানুষ বলে মনে হয়।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি