ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

অভিবাসীদের অধিকার সুরক্ষায় বিশ্বনেতাদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৩৫, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ১০ ডিসেম্বর ২০১৬

অভিবাসীদের এড়িয়ে না গিয়ে তাদের অধিকার সুরক্ষায় বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ঢাকায় অনুষ্ঠিত নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনের উদ্বোধনী ভাষনে তিনি এই আহবান জানান। এ’ লক্ষ্যে একটি কার্যকর নতুন অভিবাসন চুক্তি গ্রহণেরও আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অভিবাসন ও উন্নয়ন ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অভিবাসীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অভিবাসন ও অভিবাসীদের ভয় পাওয়ার কারণ নেই। অভিবাসী সংক্রান্ত নীতি নির্ধারণে বিশ্ব সম্প্রদায়কে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি। অভিবাসীরা যাতে নিরাপদ ও নিশ্চিন্তে কাজ করতে পারে, সেই সুযোগ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্র ও নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে অভিবাসী ও উদ্বাস্তু সংক্রান্ত ব্যাপক ভিত্তিক চুক্তি সম্পাদনের জন্য কাজ করছে, যাতে তা ২০১৮ সালে জাতিসংঘে পাস হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি