ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অভিষেকে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড অ্যালিসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:০৬, ১১ জানুয়ারি ২০১৯

রানের পাহাড় দিয়ে ঢাকা ডায়নামাইটস ম্যাচ শুরু করেছিলো। ঠিক সেই ভাবেই বল হাতে নিয়ে অ্যালিস ইসলামের হ্যাটট্রিক মাধ্যমে শ্বাসরুদ্ধ ম্যাচে রংপুরকে ২ রানে হারিয়ে জয় তুলে নিলো সাকিবের ঢাকা। ১৮৪ রানের লক্ষ্য। দারুণভাবে টার্গেট ছুয়ে ফেলছিল রংপুর রাইডার্স। শেষদিকে জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ২৬ রান। হাতে ছিল ৬ উইকেট।

ঠিক তখনই বল হাতে রূদ্রমূর্তি ধারণ করেন অ্যালিস আল ইসলাম। পরপর তিন বলে ফিরিয়ে দেন মিথুন, মাশরাফি ও ফরহাদকে। শেষ পর্যন্ত তার অনবদ্য হ্যাটট্রিকে শ্বাসরূদ্ধকর ম্যাচে ২ রানের দুর্দান্ত জয় তুলে নেয় ঢাকা ডায়নামাইটস।

এ ম্যাচেই অভিষেক হয়েছে আলিসের। নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে দলকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন তিনি। শুধু জেতাননি, বিশ্বরেকর্ডও গড়েছেন! এর আগে টি-টোয়েন্টিতে অভিষেকে কেউ কখনো হ্যাটট্রিক করেছেন বলে জানা যায়নি।

অসাধারণ, অনিন্দ্যসুন্দর বোলিংয়ের পুরস্কারও হাতেনাতে পেয়েছেন অচেনা আলিস। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি