ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অমিতাভের গেম শো’তে কোটিপতি অনামিকা মজুমদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:২০, ১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কৌন বনেগা কোটিপতি সিজন ৯-এ প্রথম কোটিপতি হয়েছেন ভারতের জামশেদপুরের বাসিন্দা অনামিকা মজুমদার। তবে সাত কোটি নয়, জিততে পেরেছেন এক কোটি টাকা। সাত কোটি টাকার প্রশ্নের উত্তরটি সঠিক না জানার কারণে সেই সময় খেলা ‘কুইট’ করেন অনামিকা। খবর : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

চলতি সিজনে অনামিকার আগে কোনো প্রতিযোগী কোটি টাকা জিততে পারেননি। এর আগে, বীরেশ চৌধুরী নামে এক ব্যক্তি এক কোটির প্রশ্ন পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু তিনিও উত্তর সঠিক না জানায়, ঝুঁকি না নিয়ে ৫০ লক্ষ টাকা নিয়ে খেলা শেষ করেছিলেন।

সমাজকর্মী অনামিকা ঝাড়খণ্ডে ‘ফেথ ইন ইন্ডিয়া’নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অনামিকা জানিয়েছিলেন, কোটি টাকা জিতলে তিনি পুরোটাই তাঁর সংস্থার কাজে ব্যবহার করবেন।  অনামিকা মজুমদারের এই এপিসোডের শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এপিসোডটি টেলিকাস্ট হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কৌন বনেগা কোটিপতি সিজন ৯। এবারও সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অমিতাভ বচ্চন। প্রতিশ্রুতি মতো এবার অনেক বেশি দ্রুত এবং খেলার নিয়মে সামান্য কিছু বদল নিয়ে শো- শুরু হয়েছে।

কয়েকদিনের মধ্যে টিআরপির দৌড়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছে অমিতাভের গেম শো। তবে এবারের সিজনে প্রায় দেড় মাস কাটতে চললেও কেউই কোটি টাকা জিততে পারছিলেন না। অবশেষে সেই ফাঁড়া কাটল। কৌন বনেগা কোটিপতি সিজন ৯ পেয়ে গিয়েছে তাঁর প্রথম কোটিপতি প্রতিযোগীকে।

এসএ/ডব্লিউএন                      


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি