ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অমিতাভের ‘ডন’ দেখার জন্য মাইল খানেক লম্বা লাইন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১৯ জুন ২০২২

১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বাচ্চন এবং জিনাত আমন অভিনীত সিনেমা ‘ডন’। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল সিনেমাটি। সিনেমা দেখার টিকিটের জন্য় হলের বাইরে লম্বা লাইন পড়েছিল। স্মৃতির পাতা উল্টে সেই ছবি শেয়ার করে নস্ট্যালজিক বিগ বি।

সেসময় ‘ডন’ সিনেমা দেখতে আসা লোকজনের লম্বা একটি টিকিটের লাইনের সাদা-কালো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। 

ক্যাপশনে লিখেছেন, ‘‘ডন-এর অগ্রিম টিকিট বুকিংয়ের লাইন। এই লাইন মাইল খানেক লম্বা ছিল। ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। আজ থেকে ৪৪ বছর আগে।’’

অভিনেতা আরও লিখেছেন, ‘‘সেই বছরই আরও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। ডন, কসমে ওয়াদে, ত্রিশুল, মুকাদ্দর কা সিকান্দর, গঙ্গা কি সুগন্ধ। এক বছরে পাঁচটা ব্লকবাস্টার হিট সিনেমা। এগুলোর মধ্যে কয়েকটি ৫০ সপ্তাহেরও বেশি হলে চলেছিল। সেগুলোও একটা দিন ছিল।’’
 
স্মৃতির পাতা থেকে অভিনেতার সোনালী মুহূর্তের দিনগুলো শেয়ার করতেই আবেগপ্রবণ হয়ে ওঠেন নেটিজেনরা। যদিও পুরনো সেই দিনের একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় প্রায়শই শেয়ার করেন অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি