ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

অমিতাভের নামের সাথে কেন `বচ্চন` পদবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:১০, ২০ অক্টোবর ২০২১

অসাধারণ উপস্থাপনা গুণের মাধ্যমে 'কৌন বনেগা ক্রোড়পতি-১৩'র প্রতিটি পর্বকে আকর্ষনীয় করে তোলেন বলিউডের মেগাস্টার ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।

সোমবারের পর্বেও তার ব্যত্যয় হয়নি।  এদিন তিনি জানিয়েছেন তার ‘বচ্চন’ পদবীর রহস্য। 

অনুষ্ঠানে ভাগ্যশ্রী নামের এক প্রতিযোগীর সাথে আলাপচারিতায় বিগ বি জানান, কিভাবে তার নামের সাথে ‘বচ্চন’ যোগ হয়। 

ভাগ্যশ্রীর কাছে তার জীবনের প্রেমের গল্প জানতে চান অমিতাভ।  

জবাবে এ নারী বলেন, স্বামী ভিন্ন জাতির হওয়ায় তার প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার।

ভাগ্যশ্রীর কথা শুনে অমিতাভ বচ্চন হাত জোড় করে তার বাবার কাছে তাদের বিয়ে মেনে নেওয়ার আবেদন জানান। 

এরপরই অমিতাভ তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, তার বাবা-মাও ভিন্ন জাতের ছিলেন।

তার মা তেজি বচ্চন ছিলেন শিখ পরিবারের এবং বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন উত্তরপ্রদেশের কায়স্থ পরিবারের শ্রীবাস্তব পদবীর। শুরুতে বাবা-মায়ের বিয়েতে বাধা তৈরি হলেও পরে সবাই রাজি হয়ে যায়।

অমিতাভ আরো জানান, বাবা-মা আলাদা জাতের হওয়ায় তাকে স্কুলে ভর্তি করানোর সময় তার বাবা বচ্চন পদবীটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেন। কারণ, এই ছদ্মনাম কোনও জাতের প্রতিনিধিত্ব করে না।

তিনি আরও বলেন, যখন তার বাবা-মা তাকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে গিয়েছিলেন, সেখানে তার পদবী জিজ্ঞাসা করা হলে তার বাবা 'বচ্চন' ছদ্মনামটি পদবী দিয়ে দেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএম/এসবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি