অমিতাভের সামনে ধূমপান না করার পরামর্শ ছিল শাহরুখের
প্রকাশিত : ১৯:৪৮, ৫ নভেম্বর ২০১৮
বলিউড শাহেন-শাহ অমিতাভ বচ্চন ও অভিনেতা আমির খান মাত্র শেষ করেছেন তাদের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। অমিতাভের সঙ্গে কাজ করাটা নিজের ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি বলে জানিয়েছেন এই তারকা।
তাঁর একসময়ের স্বপ্ন ছিল বলেও মনে করেন আমির। তবে কাজটাও তার জন্য যে বিশাল চাপের ছিল সেটা স্বীকার করলেন পারফেক্টশনিস্ট খ্যাত এই অভিনেতা। এ জন্য বন্ধু শাহরুখ খানের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
শাহরুখও বলেছিলেন, প্রথমদিকে অমিতাভের সামনে ধূমপান না করার কথা!
বিষয়টি জানিয়েছেন ৫২ বছর বয়সী আমির খান নিজেই। ভারতীয় এক সাংবাদিককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই অভিনেতা শুরুটা করেন এভাবে, ‘আমি সত্যিই ভয়ে ছিলাম। ভাবছিলাম, কীভাবে তার (অমিতাভ) সঙ্গে কাজ শুরু করা যায়।কিন্তু তার উষ্ণ অভ্যর্থনা সবকিছু পরিবর্তন করে দেয়।খুব সুন্দর কিছু সময় আমি কাটাতে পেরেছি। আর তার কাছ থেকে শিখেছিও অনেক কিছু।’
এরপর তিনি শাহরুখ খানের প্রসঙ্গটি আনেন। আমিরের ভাষ্য,‘অমিতাভের সামনে আমার আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে চিন্তিত ছিলাম। শাহরুখ তো অনেকবার অমিত স্যারের সঙ্গে কাজ করেছে। তাই তাকে বিষয়টি জানাই। আমি তাকে জিজ্ঞেস করি, সে অমিতাভের সামনে ধূমপান করেছে কিনা সে জানায়, সে তা করত। এজন্য কখনও অমিতাভের কাছে নাকি অনুমতিও নেয়নি শাহরুখ!’
আমির বলেন, ‘শাহরুখ সে সময় আমাকে বলে,প্রথমেই অমিতাভ বচ্চনের সামনে সিগারেট পানের দরকার নেই। আস্তে আস্তে যখন ঘনিষ্ঠতা বাড়বে তখনও সবকিছু সহজ হয়ে যাবে।’
মূল চমকটি আমির পান অমিতাভের কাছ থেকেই। যখন ছবিটির সেটে তাদের দু’জনের কথা হচ্ছিল হঠাৎ অমিতাভ বলেন, ‘আমি শুনলাম, তুমি নাকি শাহরুখকে ফোন দিয়েছিলে?আমার সামনে সিগারেট খাওয়া যাবে নাকি, এ বিষয়ে নাকি সে তোমাকে টিপস দিয়েছে! সিগারেট খেতে পার, কোনও সমস্যা নাই। কিন্তু কম খাওয়াটাই ভালো। কারণ এটা শরীরের জন্য খুব খারাপ।’
অমিতাভের এমন সোজাসাপ্টা কথায় বেশ হকচকিয়ে গিয়েছিল আমির!
১৭৭৫ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম আজাদ (অমিতাভ বচ্চন) নামের এক ভারতীয় যোদ্ধার গল্প নিয়ে তৈরি ‘থাগস অব হিন্দোস্তান।
এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলেন অমিতাভ ও আমির।অন্যদিকে ‘ধুম থ্রি’র পর আবারও আমিরের সঙ্গে দেখা গেল ক্যাটরিনাকে। আর ‘দঙ্গল’-এর পর আবারও আমিরের সঙ্গে অভিনয় করেছেন ফাতিমা।
কেআই/