ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

অর্থ আত্মসাৎকারীরা কিভাবে রাজবন্দি হয়: সেলিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:০৯, ৩ নভেম্বর ২০১৮

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন, অর্থ আত্মসাৎকারীদের রাজবন্দি বলা হয়। যারা মানুষ হত্যা করেছে তাদের বলা হয় রাজবন্দি। তারা কিভাবে রাজবন্দি হয় ? রাজবন্দি ছিলেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু। তারা ৭৫ এর পরে তাদের রাজবন্দি করে রাখা হয়েছিল।

আজ শনিবার জেল হত্যা দিবস উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নাসিম বলেন, আজকে আফসোস হয় বাংলাদেশের একজন বর্ষীয়ান নেতা (ড. কামাল) কোন লোভে পরে কোন ভয়ে খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। তাদের পূনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।

আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে প্রমাণ করতে হবে যে, আমরা তাঁর সঙ্গে আছি। জাতীয় চার নেতা যেমন বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেন নি। তেমনি আমাদেরকে প্রমাণ করতে হবে যে, আমরা বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আছি।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি