ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

অর্থনীতির গতি বাড়াতে গুরুত্বপূর্ণ স্থান পুঁজিবাজার: ড. মশিউর

প্রকাশিত : ২৩:০৬, ৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ২৩:০৭, ৪ এপ্রিল ২০১৯

অর্থনীতির গতি বাড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ স্থান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। তিনি বলেন, অর্থনীতির গতি বাড়াতে আমাদেরও বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো নতুন নতুন খাতে বিনিয়োগ করে এর সুযোগ নিতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৪র্থ ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক তিন দিন ব্যাপী এই এক্সপোর আয়োজন করেছে।

অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো.শাকিল রিজভী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো.নাছির উদ্দিন চৌধুরী।

ড. মশিউর রহমান বলেন, শেয়ারবাজারে দীর্ঘ মেয়াদী বিনিয়োগের সবচেয়ে বড় মাধ্যম। আমাদের পরিসংখ্যানে সঞ্চয়ের যে উর্ধ্বগতি দেখা যায়, সে হারে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ছে না।

তিনি বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি অর্থনীতির গভীরতা বাড়ানোর অন্যতম মাধ্যম। সে কারণে আমরা যেকোনো ভাবে এই বেসরকারি বিনিয়োগ বাড়াতে চাই। বিনিয়োগকারীদের স্বল্প বিনিয়োগই অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।

ডিএসই ব্রোকারস’ অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রিজভী বলেন, আমরা বেশ কিছুদিন থেকেই বিনিয়োগকারীদের সচেতন করার চেষ্টা করছি। আমাদের সাথে অর্থসূচক পরিবার যুক্ত হয় তাদেরকে ধন্যবাদ জানাই।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, শেয়ার কেনার বিষয়ে ডিএসসি বা বিএসইসির দোষ দিলে চলবে না। শেয়ার কেনা বেচার বিষয়ে বিনিয়োগকারীদেরই সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।

শাকিল রিজভি বলেন, যেসব কোম্পানির বাৎসরিক বিক্রয় বেশি সে সকল কোম্পানির শেয়ার কিনুন। পেইড আপ ক্যাপিটাল যত বড়ই হোক না কেন বিক্রয় না বাড়লে কোনভাবে লাভবান হওয়া যাবে না। তার ভালো হওয়ার অপেক্ষা করেও লাভ নেই।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, পুঁজিবাজারের কাজ হলো অর্থনীতিকে চাঙ্গা করা এবং দেশের কর্মসংস্থান তৈরি করা। এ উদ্দেশ্য সফল করার জন্য এবং ছোট পুঁজির কোম্পানিগুলোর জন্যও সুযোগ তৈরি করা হচ্ছে। বিনিয়োগে কিছুটা পিছিয়ে পড়া পুঁজিবাজার এই এক্সপোর মাধ্যমে সচেতন বিনিয়োগ কিছুটা হলেও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি