অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : আতিউর রহমান
প্রকাশিত : ১৮:৩২, ১১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:৪৪, ১১ ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ অতীতের ছাই থেকে বের হয়ে এসে এখন অর্থনৈতিক প্রবৃদ্ধির এক সফল দেশ হিসেবে পরিণত হয়েছে। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোস্যাল স্টাডিজ আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতি : গতি প্রকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সেমিনারে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সারওয়ার আলী।
আতিউর রহমান বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে উঠে পড়েছে। ১৯৭৩ যেখানে আমাদের অর্থনীতি আকার ছিলো আট বিলিয়ন ডলার আজ তার আকার হয়েছে আড়াইশো বিলিয়ন ডলারের বেশি। তখন সঞ্চয়ের হার ছিলো জিডিপির ৩ শতাংশ আজ তা জিডিপির ৩১ শতাংশ। তখন বিনিয়োগের হার ছিলো জিডিপির ৯ শতাংশ। আজ তা ৩০ শতাংশেরও বেশি।
তিনি আরও বলেন, ২০২৭ সাল নাগাদ আমরা পুরোপুরি স্বল্পোন্নত দেশের তকমা ছেড়ে যাবো। বিশ্বব্যাংকের হিসেবে আমরা এরই মধ্যে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। আমরা আগামী ২০৩০ সাল নাগাদ এসডিজি পূরণ শেষে উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হবো। ২০৪১ সালে নাগাদ উন্নত দেশে পরিণত হবে। সুসাশন নিশ্চিতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের শক্ত হাতে দমন করতে হবে। তাহলে আমরা আমাদের দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল, সাংবাদিক মনোয়ার হোসেন, নগর সাংবাদিক কাওসার রহমান প্রমুখ।
/এমআর
আরও পড়ুন