ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অর্থনৈতিক প্রবৃদ্ধি সুশাসন ছাড়া টেকশই হয়না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২৩ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

সুশাসন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকশই হয়না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জার্নি শীর্ষক আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন। দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান বিডস। সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। দূর্নীতি, অপচয় রোধ করে সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নের প্রতি তাগিদ দেন বক্তারা। সাবেক তত্ববধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান দীর্ঘ মেয়াদী উন্নয়নের জন্য সুশানের প্রতি জোর দেয়ার তাগিদ দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি