উদ্যোক্তা বাংলাদেশ
অর্থনৈতিক সংস্থা এসইএসিও আত্মপ্রকাশ ঘটছে জুনে
প্রকাশিত : ১০:৪৬, ২৩ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:০৮, ২৪ এপ্রিল ২০১৯
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫টি দেশ নিয়ে নতুন আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। প্রস্তাবিত নাম ‘সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়ান কো-অপারেশন’ (এসইএসিও)। নতুন ফোরামের যাত্রা শুরু হতে পারে আগামী জুনের শেষে।
ব্রুনাই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ব্রুনাইসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫টি রাষ্ট্র নিয়ে রোববার এ ফোরাম গঠনে প্রস্তাব দেন ব্রুনাইয়ের সুলতানকে। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া এ উদ্যোগকে ইতিবাচক বলেছেন।
ফোরামে মালয়েশিয়াকে আমন্ত্রণ জানাতে সেদেশে অবস্থান করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ব্রুনাই সুলতানের সঙ্গে আলোচনা শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেছেন, প্রস্তাবিত এ ফোরামে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ও মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই সদস্য হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা হবে ৫ দেশের আঞ্চলিক অর্থনৈতিক একীভূতকরণ সংক্রান্ত বেসরকারি খাত এবং ট্রাক-টু (বেসরকারি) পর্যায়ের ফোরাম। আগামী জুনে যাত্রা শুরুর লক্ষ্যে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে সম্মেলন হবে, সেখানে সরকারি-বেসরকারি পর্যায়ের অংশীজনেরা যোগ দেবেন।
এ লক্ষ্যে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দীন আবদুল্লাহ এবং ওয়ার্ল্ড ইসলামিক ইকনোমিক ফোরামের (ডব্লিউআইইএফ) চেয়ারম্যান এবং মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী মুসা হাতিমের সঙ্গে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পৃথক বৈঠক হয়। বাংলাদেশের উদ্যোগে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া যায়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। আলোচনায় মালয়েশিয়ার বাজারে জনশক্তি রফতানি, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য বাংলাদেশের জনশক্তি একটি উৎস হিসেবে বহাল থাকবে।
এসএ/
আরও পড়ুন