ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২১ ডিসেম্বর ২০২৪

দেশের জনপ্রিয় ব্যান্ডসংগীতের দল অর্থহীনের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে পিকলুর মৃত্যু হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বন্ধু সিফাত আলতামুস।

পিকলুর স্বজনরা জানান, রাজধানীর রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এভেয়ড রাফা খ‍্যাত রায়েফ আল হাসান রাফা ও অর্থহীনের সাবেক ড্রামার সামাজিক মাধ্যমে এই গিটারিস্টের মৃত্যুর কথা জানিয়ে লিখেছেন, পিকলু ভাই আর নেই। কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এই শব্দগুলি লিখছি। আপনারা যারা জানেন না তাদের জন্য, পিকলু ভাই ছিলেন অর্থহীনের আসল গিটার বাদক, কিন্তু আমার কাছে তিনি তার চেয়ে অনেক বেশি।

আশির দশকের মাঝামাঝি থেকে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন পিকলু। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। এরপর অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের অদ্ভুত সেই ছেলে, সূর্য, রাতের ট্রেন, গুটি ফ্রম হেল, নির্বোধসহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি