ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

অর্থের অভাবে শিশু সংগঠন বন্ধ হয়ে যাওয়ায় সাংস্কৃতিক আবহ পাচ্ছেনা শিশুরা

প্রকাশিত : ০৯:১০, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:১০, ১৭ মার্চ ২০১৬

অর্থের অভাবে গেল কয়েক দশকে অনেক শিশু সংগঠন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয়ের গতানুগতিক পড়াশুনার বাইরে সাংস্কৃতিক আবহ পাচ্ছেনা শিশুরা। তাদেরকে প্রকৃত মানুষ হিসেবেও গড়ে তোলা যাচ্ছে না বলে মনে করেন অনেকেই। এমন বাস্তবতায় পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস। শিশুকে মননশীল করে গড়ে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরী মনে করেন বিশিষ্টজনেরা। শিশু সংগঠন খেলাঘর একসময় বিস্তৃত পরিসরে নিজেদের কর্মকান্ড- পরিচালনা করলেও সময়ের ব্যবধানে এখন অন্য আরো অনেক সংগঠনের মতোই সংকুচিত হয়েছে এর কার্যক্রম। ছোট ছোট ঘরে হাতেগোনা কিছু শিশু এমন পরিবেশে বেড়ে উঠলেও দেশের বেশিরভাগ শিশুই রয়েছে এর বাইরে। (ছবি খেলাঘরে ছোট ঘরে শিশুদের গানের রিহার্সেল) অর্থের অভাবে শিশু কিশোরদের নিয়ে কাজ করা অনেক সংগঠন বন্ধ হয়ে গেছে। যেগুলো টিকে আছে সেগুলোর অবস্থাও বেহাল। এ অবস্থায় আগামী দিনের কথা মাথায় রেখেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নিতে শিশুদের সঠিকভাবে গড়ে তোলা উচিৎ বলে মনে করেন বিশিষ্টজনেরা। আর সেজন্য শিশু কিশোর সংগঠনগুলোতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর পরামর্শ তাদের। প্রয়োজনে আলাদা মন্ত্রণালয় গঠন করে এসব সংগঠনকে সহায়তা করা উচিত বলে মনে করেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি