ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অর্ধনগ্ন ছবি প্রকাশ করে উস্কে দিলেন শার্লিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শার্লিন চোপড়া। বলিউডের খোলামেলা তারকাদের মধ্য একজন। হট অভিনেত্রী হিসেবে স্ক্রিনে তিনি সুপরিচিত। প্রায়ই তার হট উপস্থিতি উস্কে দেয় ভক্তদের। আবারও সরব হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি অর্ধনগ্ন এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। সঙ্গে সঙ্গে শার্লিনের ছবিটি ভাইরাল হয়ে যায়।

উষ্ণতার সঙ্গে বিতর্কের ওম ছড়াতেও বরাবরই পারদর্শী তিনি। বিগ বসের ঘর থেকে প্লে বয় ম্যাগাজিনের কভার গার্ল, সেখান থেকে আবার ‘কামসূত্র থ্রিডি’- শার্লিন চোপড়া মানেই গসিপের ভাণ্ডার।

তবে, টুইটারে তার নগ্ন ফটোশুট নিয়ে তুমুল হইচই হওয়ার পর বেশ কিছুদিন লাইম লাইট থেকে একটু সরেই ছিলেন নায়িকা। কিন্তু শার্লিন চোপড়া যে এখনও সেই অবস্থানেই আছেন তা বুঝিয়ে দিলেন তার নতুন ইনস্টাগ্রাম পোস্টেই।

২০ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম পেজে খোলামেলা ফোটোশুটের একটি ছবি আপলোড করেছেন বিতর্কিত এই নায়িকা। প্রত্যাশিতভাবে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

গোটা ছবিটির থিম, ক্রিম রঙা। সেখানে থাই স্লিট একটি ড্রেস পরে শুয়ে রয়েছেন শার্লিন। ছবিটি আসলে বেশ কয়েক বছর আগের। ‘প্লে বয়’-এর শুটিংয়ের আগে তোলা হয়েছিল। দুর্দান্ত এই ফটোগ্রাফির জন্য ছবির ক্যাপশনে ফটোগ্রাফার আশিস সোমপুরাকে ধন্যবাদও জানিয়েছেন শার্লিন।

সূত্র : ইন্ডিয়া টুডে

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি