ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

অর্ধশতক লিটনের, শতক উদ্বোধনী জুটির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ২০:১১, ২৪ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের দারুণ সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীদের করা ২৪৬ রানের জবাবটা ভালোই দিচ্ছেন এই দুই ব্যাটসম্যান। ইতিমধ্যে অর্ধশতক পূর্ণ করেছেন লিটন দাস। একই সাথে উদ্বোধনী জুটিতেই পেরিয়েছে দলীয় শতক।

চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৮ রানে জিতে এগিয়ে আছে টাইগাররা।

ম্যাচের শুরুতে প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিং এ নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে প্রথমে দেখেশুনেই খেলা শুরু করেন লিটন ও ইমরুল। এখন পর্যন্ত ১৬ ওভার ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে দলের জন্য একশ রান এনে দেন এই দুই ব্যাটসম্যান। এর মধ্যে লিটন পূরণ করে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। চার মেরে ৫২ রান করে (৪৬বলে) অর্ধশতকের দেখা পান এই ব্যাটসম্যান। অবশ্য এই ইনিংস পূর্ণ শতকে রূপান্তরিত করতে পারলে অর্ধশতকের জন্য আবারও চেষ্টা করতে হবে লিটনকে। 

১৬ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি