অলিম্পিকে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা
প্রকাশিত : ১৩:৪৬, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ২৬ এপ্রিল ২০১৬
ব্রাজিলের রিও অলিম্পিকে সন্ত্রাসবাদের বিপক্ষে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এরই মধ্যে গেমসেকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দিতে কার্যক্রম শুরু করেছেন ব্রাজিলিয়ান কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার। ব্রাজিল সেনাবাহিনীর মেজর এডওয়ার্ডো রামোস এক অনুষ্ঠানে জানান, সম্প্রতি ইউরোপে সন্ত্রাসী হামলার পরও অলিম্পিক গেমসের জন্য কোন হুমকি নেই। গত বছর বিশ্বকাপ ফুটবল নির্বিঘেœ আয়োজন করার পর গেমসে আয়োজকরা বেশ আত্মবিশ্বাসী বলে জানান তিনি। ২০১৩ সাল থেকে নিরাপত্তা প্রস্ততি নেয়া শুরু করে কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার। আগামী ৫ থেকে ২১শে আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিওডি জেনিইরো শহরে অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক গেমস।
আরও পড়ুন