ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অশুভ শক্তির বিরুদ্ধে নান্দনিক প্রতিবাদ বাংলার উৎসব

প্রকাশিত : ১১:৪৪, ১৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:৪৪, ১৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

আবহমান বাংলার উৎসব আর ঐতিহ্য শুধু বিনোদন নয়, অশুভ শক্তির বিরুদ্ধে নান্দনিক প্রতিবাদ- এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এশিয়াটিক ইএক্সপি আয়োজিত ‘বার্জার রঙে রঙে বৈশাখ’ আলপনার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ’কথা বলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের দুই অংশে দীর্ঘ আলপনা এঁকে বাংলা ১৪২৩ সালকে স্বাগত জানায় নগরবাসী। রং-তুলির আঁচড়ে রাজপথের কালো পিচে ফুটে ওঠে আবহমান বাংলার প্রতিচ্ছবি- লোকজ সংস্কৃতির নানা মোটিফ। রাতভর এ আলপনা অংকনে চারুশিল্পীদের সঙ্গে অংশ নেন সাধারণ মানুষও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি