ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

অশুভ শক্তির সঙ্গে সংলাপ হবে না: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২০ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে একটি অশুভ শক্তি নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য নির্বাচনে অংশ নেওয়া নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানো। শেখ হাসিনাকে রুখে দেওয়া। এই সাম্প্রদায়িক অশুভ শক্তির সঙ্গে কোনো সংলাপ হবে না। তাঁদের সঙ্গে সংলাপের দরকার নেই।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ড. কামাল-মান্না-রবের সঙ্গে বিএনপি যে ঐক্য করেছে সেটি নিয়ে আওয়ামী লীগ একেবারেই বিচলিত নয়।

বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে যেকোনো ধরণের ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে। তাঁদের সব ধরণের অপতৎপরতা নস্যাৎ হবে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি