অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন মেসি
প্রকাশিত : ০৯:০০, ৩১ অক্টোবর ২০২৩
অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড ও পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এ বিজয় অর্জন করলেন তিনি। বর্ষসেরা গোলরক্ষক হলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মার্তিনেজ। আর প্রথমবারের মতো ব্যালন ডি অর পেলেন স্পেনের নারী বিশ্বকাপ জয়ী তারকা আইতানো বনমাতি।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরার পুরষ্কার আরও একবার নিজের করলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। প্যারিসে জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের পুরষ্কার ব্যালন ডি’অর-২০২৩।
এর আগে মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি।
জাতীয় দল ও ক্লাবের হয়ে গত মৌসুমটা দারুন কাটিয়েছেন মেসি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল কাতার বিশ্বকাপ জয়। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে ফের বিশ্বকাপ জেতাতে আসর জুড়ে দুর্দান্ত খেলেন ফুটবলের এই যাদুকর।
এদিকে, মেয়েদের ব্যালন ডি’অর পেলেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। গত আগস্টে প্রথমবারের মতো স্পেন বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। জেতেন গোল্ডেন বল।
কাতার বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্যে বিশ্বকাপ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এবার বর্সসেরা গোলরক্ষকের পুরষ্কারও জিতলেন এই আর্জেন্টাইন।
এছাড়া ব্যালন ডি’অর এ সেরা স্ট্রাইকার হয়েছেন আর্লিং হলান্ড। বর্ষসেরা পুরুষ ক্লাব হিসেবে জিতেছে ম্যানচেস্টার সিটি। আর নারী বর্ষসেরা ক্লাব বার্সেলোনা।
এএইচ