ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অসহায় মানুষদের মাঝে ওয়াইআরসি’র কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১৮ ডিসেম্বর ২০১৯

ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদেরকে নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি। যারা বিভিন্ন বাইকিং এক্টিভিটির সঙ্গে সঙ্গে সচেতনতামূলক ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

সম্প্রতি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে ও ইয়ামাহা বাংলাদেশের সহযোগিতায় দেশব্যাপী গরীব ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। গত ১৬ ডিসেম্বর ২০১৯ ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ইয়ামাহার স্থানীয় ডিলারদেরকে সঙ্গে নিয়ে দেশের ২৫টি জেলায় গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে।

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানেও এই কর্মসূচি চলে। এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি