ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

অসুস্থ নই, আবার ফিরবো : প্রধান বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:০৪, ১৪ অক্টোবর ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটিতে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রওনা হওয়ার আগে জানিয়েছেন, তিনি অসুস্থ নন, আবার ফিরে আসবেন।

রাত ৯টা ৫৬ মিনিটে ঢাকার হেয়ার রোডের বাসা থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিচারপতি সিনহা।

তিনি বলেন, আমি অসুস্থ না। আমি সাময়িকভাবে যাচ্ছি। আবার ফিরে আসব। বিচার বিভাগ যেন বিব্রত না হয়। আমার ধারণা, সরকারকে ভুল বোঝানো হয়েছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি