ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন রুবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২৬ জুলাই ২০২২ | আপডেট: ১৫:২৫, ২৬ জুলাই ২০২২

পুত্র সন্তান ও বাবার সঙ্গে ক্রিকেটার রুবেল হোসাইন

পুত্র সন্তান ও বাবার সঙ্গে ক্রিকেটার রুবেল হোসাইন

অসুস্থ বাবার জন্য সবার কাছে দোয়া চাইলেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসাইন। সপ্তাহ তিনেক আগে তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেন তার বাবা। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে আরও কিছুদিন।

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে রুবেল হোসাইন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার বাবা ২১ থেকে ২২ দিন হলো তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছে। আমার বাবা আমার জীবনের অনেক বড় কিছু, সব কিছুর ঊর্ধ্বে। তার শারীরিক অবস্থা এখন এই একটু ভালো, আবার এই খারাপ হয়ে যায়।’

বাগেরহাটের এই পেসার আরও লেখেন, ‘আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন, আমরা জানি না। তিনি তো সবকিছু দেখেন, বুঝেন, জানেন। আল্লাহু মালিক।’

৩২ বছর বয়সী রুবেল হোসাইন জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। একটা সময় একাদশে অপরিহার্য সদস্য হলেও গত বছরের এপ্রিল থেকেই দলের বাইরে আছেন তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি