ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অসুস্থ মহিউদ্দিন চৌধুরীকে দেখতে হাসপাতালে মেয়র নাছির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রামের তিনবারের মেয়র, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল শনিবার রাতে তাকে নগরীর মেহেদীবাগে অবস্থিত বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কিডনির অসুখ বাড়ায় মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালটির আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

৭৪ বছর বয়সী মহিউদ্দিন দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। অসুস্থ শরীরেও তিনি গতকাল শনিবার বিকালে নগরীতে মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রাখেন।

এদিকে অসুস্থ সভাপতি মহিউদ্দিনকে দেখতে আজ রোববার সকালে হাসপাতালে যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।

 

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি