ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক ধর্মমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শনিবার বিকেলে তিনি ময়মনসিংহের নিজ বাড়িতে হঠাৎ করেই অসুস্থতা অনুভব করেন। পরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবেক এ ধর্মমন্ত্রীর পারিবারিক সদস্য আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

হাসপাতালে মতিউর রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি