ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা স্যাম রকওয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৫৬, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অস্কার অ্যাওয়ার্ডে স্যাম রকওয়েলের হাতে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অ্যাওয়ার্ড লাভ করেন।

পুরস্কার নেওয়ার পর রকওয়েল বলেন, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’

৯০তম অস্কারের জন্য সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন উইলিয়াম ড্যাফো, (‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’), উডি হারেলসন, (‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’) ,রিচার্ড জেনকিন্স, (‘দ্য শেইপ অব ওয়াটার’) । ক্রিস্টোফার পামার, (‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’)।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার ভোরে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডস-এর এই আসর বসে। গতবারের মতো এবারও উপস্থাপনা করেন জিমি কিমেল।

সূত্র : ভ্যারাইটি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি