ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়া থেকে আজই দেশে ফিরছেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১১ মার্চ ২০১৮

আঙুলের উন্নত চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে আজ (রোববার) দেশে ফিরছেন সাকিব আল হাসান। এর আগে গত ৬ মার্চ শ্রীলঙ্কা যান এই তারকা। সেখানে দলের সঙ্গে দুই দিন থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

সাকিবের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, আমার জানা মতে আজই দেশে ফেরার কথা সাকিবের। অস্ট্রেলিয়ায় তার চিকিৎসা শেষ। অজি ডাক্তাররা তার আঙুলের ক্ষত সারাতে একটি ইনজেকশন দিয়েছেন। তারা আশাবাদী আগামী ৭-১০ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন সাকিব। সে মাঠে ফিরতে পারবে।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গত ২৭ জানুয়ারি চোট নিয়ে ছিটকে যান সাকিব আল হাসান। এরপরও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করেন এই অলরাউন্ডার। দেশের চিকিৎসা শেষে গত ২৭ ফেব্রুয়ারি ডাক্তার দেখাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি