ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

অস্ট্রেলিয়া থেকে ফিরে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ায় মাটিচাপা দেওয়া কবর হতে অস্ট্রেলিয়ার নাগরিক এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, কিছুদিন আগে তাকে অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে তার লাশ মনদিয়া গ্রামে মাটি চাপা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে মনোদিয়া এলাকার চওরাপাড়া গ্রামে নিহত রেহেনার ননদ পাপিয়া আক্তারের বাড়ির আঙিনা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রেহেনা ঢাকার নবাবগঞ্জ থানার পাতিলা গ্রামের লেহাজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী আওলাদ হোসেন ও চার সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করতেন।

২৯ জুন রেহেনা পারভীন অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন। পরদিন ৩০ জুন তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যান। সেখানে থেকে নিখোঁজ হন রেহেনা।

এ ঘটনায় থানায় মামলা করে রেহেনার পরিবার। মামলার পর রেহেনার চাচা আমজাদ হোসেন ও ননদ পাপিয়া আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে রেহেনার মরদেহে খোঁজ মেলে।

এ ঘটনা উদঘাটন করতে কাজ করছিল নবাবগঞ্জ থানার পুলিশ। পরে তারা গোপন সূত্রে জানতে পেরে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান জানায়, নবাবগঞ্জ পুলিশের টিম আমাদের সহযোগিতা চাইলে আমরা ঘটনাস্থলে গিয়ে কবর থেকে লাশ উদ্ধার করি।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মূঈদ বলেন, ওই নারীর অনেকদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে এটা হত্যাকান্ড বলে মনে হচ্ছে বলেও জানান তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি