ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়া ম্যাচের আগে স্কালোনির মুখে বাংলাদেশের নাম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ৩ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনার দলের কোচ লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার দলের কোচ লিওনেল স্কালোনি

অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার বিশ্বকাপের  নামছে আর্জেন্টিনা। তার আগে লিওনেল মেসিদের কোচ লিওনেল স্কালোনির মুখে শোনা গেলো বাংলাদেশের নাম। 

সাংবাদিক বৈঠকে এসে বাংলাদেশের সমর্থকদের উচ্চকিত প্রশংসা করলেন তিনি। কীভাবে হঠাৎ বাংলাদেশের সমর্থকরা স্কালোনির প্রশংসা আদায় করে নিলেন?

বিষয়টি আর কিছুই নয়। ফুটবল নিয়ে বাংলাদেশের উন্মাদনা। ভারতের মতো বাংলাদেশেও ফুটবল নিয়ে ব্যাপক পাগলামি রয়েছে। দেশের প্রচুর লোক আর্জেন্টিনার সমর্থক। মেসিদের খেলা দেখার জন্য ঢাকা ছাড়াও বিভিন্ন শহরের মোড়ে মোড়ে এলসিডি স্ক্রিন লাগিয়ে খেলা দেখেছেন হাজার হাজার মানুষ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেসির গোলের পর উচ্ছ্বাস করতে দেখা গেছে হাজার হাজার মানুষকে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে সেই প্রসঙ্গ তোলা হয় স্কালোনির সামনে। আর্জেন্টিনা কোচ বলেন, “আসলে আমাদের জার্সি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই সমর্থকদের উন্মাদনা রয়েছে। দিয়েগো ম্যারাডোনা এই জার্সি পরে খেলেছেন। লিওনেল মেসি খেলছেন। তাই এই দলকে নিয়ে মানুষের পাগলামি থাকবেই। বাংলাদেশের মতো একটা দেশের এতো মানুষ আমাদের সমর্থন করছেন, এতে আমরা গর্বিত। আমরা সব ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের মানুষকে অনেক ধন্যবাদ।”

শুক্রবারই আর্জেন্টিনার সরকারি টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের সমর্থকদের খেলা দেখার ছবি পোস্ট করা হয়। অন্যদিকে ফিফার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছবি। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি