ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১২২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৩-২ ব্যবধানে শিরোপা জিতেছে টেম্বা বাভুমার দল।

জোহানেসবার্গে টস হেরে ব্যাট করতে নেমে এইডিন মার্কারাম ও ডেভিড মিলারের হাফ-সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করে প্রোটিয়ারা। 

মিলার ৬৩ আর মার্কারাম করেন ৯৩ রান। এছাড়া, মার্কো জানসেন ৪৭ আর ফেহলুকওয়েওর ব্যাট থেকে আসে ৩৯ রান। 
অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাম্পা। 

জবাবে, ১৫ ওভার ৫ বল বাকি থাকতেই অল-আউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭১ রান করেছেন মিচেল মার্শ। ৫৬ বলে ৬টি করে চার-ছক্কায় ৭১ রানের ঝড় তোলা মার্শকে আউট করেন জানসেন। এর আগে ওপেনার ডেভিড ওয়ার্নার (১০)কে ফেরান প্রোটিয়ার এই পেসার।

লাবুশেন (৬৩ বলে ৪৪) ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারেকে (২) তুলে নিয়ে ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতে নিয়ে আসেন জানসেন।

পরের দিকে ভেল্কি দেখান স্পিনার কেশভ মহারাজ। ৬৯ রানে তারা হারায় শেষ ৮ উইকেট। ৩৪.১ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় মার্শের দল। 

৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মার্কো জানসেন। সিরিজ সেরা হয়েছেন এইডিন মার্কারাম।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি