অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলার মেয়েদের শুভ সূচনা
প্রকাশিত : ১৮:৫১, ১৪ জানুয়ারি ২০২৩
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
বেনোনিবতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ক্লেয়ার মুরের হাফ সেঞ্চুরিতেস ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে অজি মেয়েরা।
৫১ বলে ৭ চারে ৫২ রান করেন ক্লেয়ার মুর। এছাড়া ইলা হেওয়ার্ড ৩৫ও অ্যামি স্মিথ অপরাজিত ১৬ রান করেন।
জবাবে ৭ উইওকেট ও ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশী নারীরা। দলের পক্ষে সর্বচ্চো ৪০ রান করেন দিলারা আক্তার।
এছাড়া সুমাইয়া আক্তার অপরাজিত ৩১, আফিয়া প্রত্যাশা ২৪ ও শর্না আক্তার অপরাজিত ২৩ রান করলে ৩ উইকেটে ১৩২ রান তুলে জয়ের বন্দরে পৌছে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েদের মধ্যে সবচেয়ে সফল বোলার অধিনায়ক দিশা বিশ্বাস। ২৫ রান দিয়ে তার শিকার ২ উইকেট। বাঁহাতি পেসার মারুফা আক্তার ২৯ রান খরচায় নেন দুটি উইকেট। এ ছাড়া রাবেয়া খান নেন একটি উইকেট।
এসবি/