অস্ট্রেলিয়াকে ১৯৫ রানের টার্গেট দিলো পাকিস্তান
প্রকাশিত : ১৬:১৮, ৫ জুলাই ২০১৮
পাকিস্তান-অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৯৫ রানের টার্গেট দিয়েছে। আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের হারারে অনুষ্ঠিত ম্যাচে এ লক্ষ্য দেয় পাকিস্তান। পাকিস্তান সাত উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৯৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
এখবর লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে ৪ ওভার শেষে ২০ রান সংগ্রহ করেছে।
অস্ট্রেলিয়া টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান ১৯৪ রান করতে সহায়তা করে ফখর খান ৪২ বলে করেন ৭৩ রান। হাসান তালহাত করেন ৩০ রান ও আসিফ আলী ১৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।
এসএইচ/