অস্ট্রেলিয়ার ফুটবলার যশুয়া কেনেডির জন্মদিন আজ
প্রকাশিত : ১৮:০২, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৫, ২০ আগস্ট ২০১৬
যশুয়া কেনেডি অস্ট্রেলিয়ার সাবেক ফুটবলার। আর মাতিয়েছেন স্ট্রাইকার হিসেবে। ১৯৮২ সালে আজকের এই দিনে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে জন্মগ্রহন করেন তিনি।
পুরো নাম যশুয়া ব্লেক কেনেডি। তবে, সবার কাছে কেনেডি নামেই বেশি পরিচিত এই তারকা ফুটবলার। ছোট বেলা থেকেই ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি। আর স্বপ্ন পূরণের লক্ষ্যে খেলা শুরু করেন টুইন সিটি ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে। আর ১৯৯৯ সালে খেলেন এআইএস ক্লাবে।
বয়সভিত্তিক ক্যারিয়ার শুরু হয় কার্লটন ক্লাবের জার্সি গায়ে। এই ক্লাবে এক মৌসুম খেলে চলে যান ভিএলফএল ওলফর্সবার্গ ক্লাবে। ২০০২ সালে নতুন করে মাঠে নামেন স্টুটগার্টার কিকার্স ক্লাবে।
ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছে অনেক ক্লাব থেকেই।২০০৩ সালে খেলেন কোলন ক্লাবে। আর ২০০৬-৭ মৌসুম খেলেন নুনবার্গ ক্লাবে।
ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলেন নাগোয়া গ্রামপাস ক্লাবের হয়ে। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১২৮টি ম্যাচ খেলে গোল করেন ৬৩টি। আর ২০১৫ সালে মেলর্বোন সিটির হয়ে খেলা থেকে অবসর নেন তিনি।
ক্লাব পয়ায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেন কেডেনি। খেলেন অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৭ ও ২০ দলে। আর ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে। জাতীয় দলের হয়ে ৩৬টি ম্যাচ খেলে গোল করেছেন ১৭টি।
আরও পড়ুন