ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছেন প্রধান বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৯, ৯ অক্টোবর ২০১৭

অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ করেই গুলশানে অস্ট্রেলিয়ান ভিসা সেন্টারে যান প্রধান বিচারপতি সিনহা। সেখানে ভিসার জন্য বায়োমেট্রিক রেজিষ্টেশন করেন।

সোমবার একমাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরপর থেকেই আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে।

প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাচ্ছেন কি-না, এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁর এক মেয়ে অস্ট্রেলিয়া থাকেন।

এদিকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে তার হেয়ার রোডের বাসায় যান আইনমন্ত্রী আনিসুল হক। পরে এ বিষয়ে সাংবাদিকেদর বিস্তারিত না জানালেও, প্রধান বিচারপতি দোয়া চেয়েছেন বলে জানিয়েছন আনিসুল হক।

এদিন বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান প্রধান বিচারপতি। সেখানে তিনি আধাঘণ্টা অবস্থান করেন বলে জানান মন্দিরের ব্যবস্থাপক।

এদিকে সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি, শারীরিক অবস্থা এবং তাঁর সঙ্গে সাক্ষাতের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। এ সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া জানান, এস কে সিনহা কারো সঙ্গে দেখা করবেন কি-না, এটি একান্তই তাঁর নিজস্ব ব্যাপার।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি