অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে ‘ইলসা’
প্রকাশিত : ১২:৫১, ১৩ এপ্রিল ২০২৩
পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে গ্রীস্মমন্ডলীয় শক্তিশালী এক ঘূর্ণিঝড়। তীব্র ঝড়ো বাতাসে ক্ষয় ক্ষতির আশঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইলসা আরো শক্তি সঞ্চয় করছে এবং চতুর্থ ক্যাটাগরির এ ঝড় ঘন্টায় ২৭০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
ঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা শুক্রবার সকালে উপকূলীয় শহর ব্রুম ও পোর্ট হেডল্যান্ডের মাঝামাঝি কোন জায়গায় আঘাত হানতে যাচ্ছে।
গত এক দশকে এ অঞ্চলে আঘাত হানা এ ঝড় হবে সবচেয়ে শক্তিশালী।
এ অঞ্চলে অনেক আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এছাড়া এখানে রয়েছে আকরিক লোহার খনি, সোনার খনি এবং গবাদি পশুর খামার।
আবহাওয়া দপ্তর বলছে, বাতাসের তীব্রতা এতো বেশি হবে যে এতে গাছপালা উপড়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হবে। এছাড়া আকস্মিক বন্যাও দেখা দিতে পারে।
উল্লেখ্য, অষ্ট্রেলিয়ার গবেষকরা বারবার সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারনে দেশটিতে দাবানল, বন্যা ও ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে তীব্র করে তুলছে।
এসবি/
আরও পড়ুন