ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় শাকিব-বুবলীর রোমাঞ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০৬, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা মিম গেছেন ব্যাংকক। সেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানের অপেক্ষায় থাকবেন তিনি। কিন্তু শাকিব খান এখন কোথায়-এ প্রশ্ন আসতেই পারে! ভারতের রামুজি ফিল্ম সিটিতে প্রায় এক মাস টানা শুটিং করেছেন শাকিব খান। রাশেদ রাহা নির্মিত ‘নোলক’ সিনেমার শুটিং সেখানেই হয়। এতে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ববি। তবে নতুন বছরের শুরুর কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না শাকিব খানের। কেউ বলছেন কলকাতাতেই আছেন। আবার কেউ বলেছেন দেশে এসেছেন। ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল তার।

অবশেষে জানা যায় এপার-ওপার কোথাও নেই শাকিব। উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমার গানের শুটিং করছেন। সেখানে রয়েছেন চিত্রনায়িকা বুবলীও। এর আগে শেষ হয়েছে সিনেমাটির নাট্যাংশের শুটিং। বাকি ছিল কেবল গান। এ গানগুলোরই শুটিং হচ্ছে এবার।

সম্প্রতি গানের কিছু দৃশ্যের ছবি প্রকাশ পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে বুবলীকে দারুণ এক লুকে দেখা গেছে। অস্ট্রেলিয়ায় শুটিং শেষে ব্যাংককের উদ্দেশে উড়াল দেবেন শাকিব খান। সেখানে ‘আমি নেতা হব’ সিনেমার গানের শুটিং করবেন তিনি। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম।

এদিকে অপু বিশ্বাসকে ডিভোর্স নোটিশ পাঠানোর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালত তলব করেছেন দুজনকে। ১৫ জানুয়ারি সকাল ১০টায় ডিএনসিসি অঞ্চল-৩ মহাখালী কার্যালয়ে শাকিব-অপু দুজনকেই উপস্থিত থাকতে বলা হয়েছে। এ সময় দুই পক্ষকেই মিলিয়ে দেয়ার চেষ্টা করা হবে। তবে শেষ পর্যন্ত শাকিব খান যদি ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থাকেন তবে নিয়ম অনুযায়ী ডিভোর্স হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি