ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করেছিল জিয়া: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১৫:০৩, ৩০ জুন ২০১৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে যে দল গঠন করা হয় সেই দলও অবৈধ হয়ে যায়। সেদিক থেকে বিএনপি অবৈধ দল। কারণ অস্ত্র ঠেকিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

আজ শনিবার গণভবনে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক বর্ধিত সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

পচাত্তর পরবর্তী পটপরিবর্তন স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে বিচারপতি সায়েমকে অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান। পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়।

জিয়াউর রহমানের সময়কার বিভিন্ন বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের তখন ক্ষমা করে দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান মারা যাওয়ার সময় ভাঙা সুটকেস রেখে গিয়েছিল। বিএনপি নেতারাই বলেন, জিয়ার পুরোনো প্যান্ট কেটে তারেক কোকোর প্যান্ট বানানো হতো। সেই পরিবার আজ দেশের মানুষের টাকা লুটে আঙ্গুল ফুলে কলাগাছ। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না হলেও জিয়া পরিবারের ভাগ্য পরিবর্তন হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোক প্রস্তাব উপস্থাপন করেন দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

আআ / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি