ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন

প্রকাশিত : ১৬:৪১, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১৬:৪১, ২৩ জুন ২০১৬

অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবিতে যুক্তরাষ্ট্রের সিনেটের নিম্নকক্ষে অবস্থান ধর্মঘট পালন করেছেন ডেমোক্রেটিক দলের সিনেটররা। সিনেটর জন লুইসের নেতৃত্বে নিচে বসে অবস্থান সমাবেশ করেন অন্য সদস্যরা। এসময় নিম্নকক্ষের ক্যামেরা বন্ধ রাখলেও সিনেটররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি ও ভিডিও পাঠাতে থাকেন। অনলাইনে এ প্রতিবাদ দেখে কয়েক শত সমর্থক ক্যাপিটল হিলের বাইরে অবস্থান নেয়। তবে রিপাবলিকান স্পিকার পল রায়ান তাদের প্রতিবাদের তীব্র বিরোধিতা করেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দুই দলের মধ্যে তীব্র বাক-বিতন্ডা শুরু হয়। এ ধরণের প্রতিবাদের জন্য সিনেটর জন লুইসকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট বারাক ওবামা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি