অস্ত্র মামলায় সাবেক এমপি ফজলে করিম ৩ দিনের রিমান্ডে
প্রকাশিত : ১৬:০৯, ১১ নভেম্বর ২০২৪
রাউজান থানার অস্ত্র মামলায় চট্টগ্রাম-৬ রাউজনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সংশ্লিষ্টরা জানান, রাউজান থানার অস্ত্র মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানিয়েছে, রাউজানের গহিরায় গত ২৫ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ির আলমারিতে থাকা একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শর্টগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকি অস্ত্র অবৈধ। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে যায়।
অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা হয়। সেই মামলায় আজ ফজলে করিম চৌধুরীকে রিমান্ডে নিল পুলিশ।
এএইচ
আরও পড়ুন