অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশিত : ১৫:৪৪, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:২৮, ৬ অক্টোবর ২০১৭
শীর্ষ সন্ত্রাসী নোমান ইবনে বাশার ওরফে টিবিএস বাবু ও আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনা জুয়েলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বুধবার রাতে ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। টিবিএস বাবু হত্যা মামলায় ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামি।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, ঢাকা হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন হলেন, ঢাকার শীর্ষ সন্ত্রাসী ও ১২ হত্যা মামলার পলাতক আসামি নোমান ইবনে বাশার ওরফে টিবিএস বাবু এবং ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী অর্ধ ডজন অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনা জুয়েল।
গ্রেফতার বাবুর বাড়ি ফরিদপুর জেলা সদরের হাড়োকান্দি এলাকায় এবং জুয়েলের বাড়ি জেলা সদরের ব্রাম্মণকান্দায়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আর/ডব্লিউএন
আরও পড়ুন