ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অস্বাভাবিক সরকার আনার পায়তারায় বিএনপি: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি দেশে আবারও অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনার পায়তারা করছে বলে মন্তব্য করেছে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বিএনপি যেসব দাবি করেছে তাতে মনে হচ্ছে, তারা সাংবিধানিক শূন্যতা তৈরি করতে চায়। অস্বাভাবিক সরকারকে ক্ষমতায় আনতে চায়। আমরা জাসদের পক্ষ থেকে এসব দাবি প্রত্যাখ্যান করছি।

আজ রোববার রাজধানীর পল্টনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব জোটের ১৪তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির দাবির সঙ্গে দেশবাসী নেই মন্তব্য করে জাসদ সভাপতি বলেন, নিবাচনের কথা বলে বিএনপি ষড়যন্ত্র করতে চায়। তাদের দাবিও তাই প্রমাণ করে। বিএনপির দাবি, সংসদ ভেঙে দিতে হবে, শেখ হাসিনার পদত্যাগ ও দণ্ডিত খালেদার মুক্তি।

তাদের (বিএনপি) দাবি সব দণ্ডিত আসামিকে মুক্তি দিয়ে তাদের রাজনৈতিকভাবে হালাল করা। তাদের দাবির সঙ্গে দেশবাসী নেই, আমরাও তাদের দাবি প্রত্যাখান করছি।

যুব জোটের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। একদিকে জঙ্গি-সন্ত্রাসের মোকাবেলা করে নিবাচন বানচালের ষড়যন্ত্র রুখতে হবে অন্যদিকে জীবন-জীবিকায় আপনাদের সামনের সারিতে থাকতে হবে। এ জন্য চাকরি ও দুর্নীতির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। ব্যাংকগুলো ঋণ দিচ্ছে সেখান থেকে ঋণ নিয়ে ছোট ছোট প্রকল্প তৈরি করে জীবিকা নির্বাহ করতে হবে।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাসদ স্থায়ী কমিটির সদস্য রবিউল আলম, জাসদ ঢাকা মহানগর সমন্বয়ক মীর হোসেন আখতার, জাসদ সহ-সভাপতি শফি উদ্দীন মোল্লা, যুব মৈত্রীর সভাপতি সাব্বা আলী খান প্রিন্স, কৃষক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি